১৬ সেপ্টেম্বর বিএসইসি'র ৭৪০তম সভায় কোম্পানিটিকে আইপিও মাধ্যমিক পুঁজিবাজার থেকে ১৭ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে।
বিএসইসি'র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সভায় এএফসি হেলথ লিমিটেডকে ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৭০ লাখ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১৭ কোটি টাকা উত্তোলনের জন্য অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানিটি এ অর্থ দিয়ে যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয় এবং আইপিও বাবদ খরচ করবে।
এএফসি হেলথের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪৭ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৩.১৩ টাকা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে সিএপিএম এডভাইজরি ও ইমপেরিয়াল ক্যাপিটাল।