পাঁচ কোম্পানির শেয়ারে মার্জিন ঋণ সুবিধা বাতিল

পাঁচ কোম্পানির শেয়ারে মার্জিন ঋণ সুবিধা বাতিল
শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির শেয়ার ক্রয়ে মার্জিন ঋণ সুবিধা বাতিল হয়েছে। কোম্পানিগুলোর ক্যাটাগরি অবনতি হয়ে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর হওয়ায় এসব প্রতিষ্ঠানের শেয়ার ক্রয়ে মার্জিন ঋণ সুবিধা পাওয়া যাবে না। রবিবার (২৫ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এসব কোম্পানির শেয়ার ক্রয়ে মার্জিন সুবিধা না দিতে ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড, নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার, অ্যাপেলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড, সুহৃদ ইন্ডাস্ট্রিজ এবং রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের শেয়ার ক্রয়ে মার্জিন সুবিধা বাতিল হয়েছে।

জানা গেছে, পাঁচ কোম্পানির মধ্যে চারটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড, নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও রতনপুর স্টিল রি-রোলিং মিলস। এছাড়াও অ্যাপেলো ইস্পাত কমপ্লেক্সকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। ফলে বিএসইসির নির্দেশনা অনুযায়ী এসব কোম্পানির শেয়ার ক্রয়ের জন্য স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকারদের ঋণ সুবিধা প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে ডিএসই।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৬ ডিসেম্বর ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ের জন্য মার্জিন ঋণ সুবিধা বাতিল করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ওই নির্দেশনায় বলা হয়, ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ের জন্য কোন ব্রোকারেজ হাউজ মার্জিন ঋণ সুবিধা দিতে পারবে না।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন