করোনা প্রতিরোধে ৪ সেট হাইফ্লো অক্সিজেন নজেল ক্যানোলা প্রদান করা হয়েছে।
করোনাকালে চলতি বছরের ১৫ এপ্রিল তরফদার রুহুল আমিন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা প্রদান করেন। এর আগে ১১ জুলাই কক্সবাজার জেনারেল হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন প্রকার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন তিনি।
চট্টগ্রাম শহরে বিভিন্ন হাসপাতাল, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে আনুসাঙ্গিক যন্ত্রপাতিসহ অক্সিজেন সিলিন্ডার প্রদান করে গ্রুপটি।
একইসঙ্গে ক্রীড়াঙ্গন ও তার গ্রামের বাড়ি যশোরসহ বিভিন্ন এলাকায় মানবিক সহায়তা করেন তরফদার রুহুল আমিন। এছাড়া নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়তুস সালাত মসজিদে এসি বিষ্ফোরণে নিহত বাশার মোল্লার পরিবারের আর্থিক সহায়তা করেন তিনি।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সন্তানের শিক্ষা গ্রহণ ও সাংসারিক খরচের জন্য আগামী দুই বছর প্রতি মাসে মোল্লার পরিবারকে এ সহায়তা করবে গ্রুপটি।