রাজধানীতে বাসচাপায় ২ নারী নিহত

রাজধানীতে বাসচাপায় ২ নারী নিহত
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীবাহী বাসচাপায় ২ নারী নিহত হয়েছেন। নিহতরা হলেন- মিনারা বেগম (৫৫) ও মনি বেগম (৩৬)।

শনিবার (১ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর জিনজিয়ান রেস্টুরেন্টের সামনের রাস্তায় এ দুর্ঘটানা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মিনারা বেগম। আর গুরুতর আহত অবস্থায় মনি বেগমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর থানার ডিউটি অফিসার মো. মাহবুবুর রহমান জানান, জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে কয়েকজন পথচারী রাস্তা পার হওয়ার সময় বিনিময় পরিবহনের একটি বাস ওই দুইজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে আরও একজন মারা যান।

নিহত মনি বেগমের স্বামী বাদশা মিয়া জানান, তাদের বাড়ি শেরপুরের শ্রীবর্দী উপজেলায়। বর্তমানে পরিবার নিয়ে দক্ষিণখান গাওয়াইল এলাকায় থাকেন। তার স্ত্রী মনি বেগম অন্যের বাড়িতে কাজ করেন। সকালে মেয়ে মিমকে (১৮) সঙ্গে নিয়ে উত্তরার একটি হাসপাতালে যাচ্ছিলেন। পথে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়।

আর নিহত মিনারা বেগমের স্বামীর নাম আব্দুল হাকিম। বর্তমানে দক্ষিণখান বিদুর বাড়ি এলাকায় থাকতেন তিনি।

এদিকে বিমান্দবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন মোল্লা জানান, বাসটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে চালককে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রাজধানীতে সন্ধ্যার পর বন্ধ থাকবে যেসব সড়ক
শনিবার রাজধানীর মার্কেট বন্ধ যেসব এলাকায়
শুক্রবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ
রাজধানীতে আজ যেসব মার্কেট বন্ধ
বুধবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ
আজ ঢাকার বায়ু খুবই অস্বাস্থ্যকর
সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
গুলিস্তানে বাসে আগুন
রাজধানীতে যেসব মার্কেট বন্ধ শনিবার
রাজধানীতে যেসব মার্কেট বন্ধ বৃহস্পতিবার