সোশ্যাল ইসলামী ব্যাংকের বিনিয়োগ পেইজ ডেভেলপমেন্ট সেন্টারে

সোশ্যাল ইসলামী ব্যাংকের বিনিয়োগ পেইজ ডেভেলপমেন্ট সেন্টারে
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং পেইজ ডেভেলপমেন্ট সেন্টার (PAGE Development Center), কুমিল্লা- এর মধ্যে আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা চুক্তি সম্পাদিত হয়। চুক্তির অংশ হিসেবে “বাংলাদেশ ব্যাংকের নভেল করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের পেশাজীবী, কৃষক ও প্রান্তিক/ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পুনঃঅর্থায়ন স্কিম-২০২০” এর আওতায় এসআইবিএল- এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী, পেইজ ডেভেলপমেন্ট সেন্টার- এর নির্বাহী পরিচালক লোকমান হাকিম- এর হাতে বিনিয়োগ বিতরণের চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল হক, এসএমই এন্ড এগ্রিকালচারাল ফিন্যান্স বিভাগের প্রধান সাদাত আহমেদ খান, কুমিল্লা শাখার ব্যবস্থাপক কে এম বরকতুল হক সরকার, পেইজ ডেভেলপমেন্ট সেন্টার- এর পরিচালক (ক্রেডিট এন্ড এডমিন) মোঃ ইউনুস সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

বিনিয়োগ বিতরণকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী বলেন, এই স্কিমের মাধ্যমে কুমিল্লা অঞ্চলের নিম্ন আয়ের পেশাজীবী, কৃষক ও প্রান্তিক/ক্ষুদ্র ব্যবসায়ীগণ উপকৃত হবেন। তিনি এই স্কিমের সফলতা কামনা করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে পেইজ ডেভেলপমেন্ট সেন্টার- এর নির্বাহী পরিচালক লোকমান হাকিম বলেন, এই স্কিমের অধীনে প্রকৃত ও কাঙ্খিত জনগোষ্ঠীর মধ্যে বিনিয়োগ বিতরণসহ বাংলাদেশ ব্যাংক এর অন্যান্য শর্তাবলী যথাযথভাবে পরিপালন করা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি