সোশ্যাল ইসলামী ব্যাংকের বিনিয়োগ পেইজ ডেভেলপমেন্ট সেন্টারে

সোশ্যাল ইসলামী ব্যাংকের বিনিয়োগ পেইজ ডেভেলপমেন্ট সেন্টারে
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং পেইজ ডেভেলপমেন্ট সেন্টার (PAGE Development Center), কুমিল্লা- এর মধ্যে আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা চুক্তি সম্পাদিত হয়। চুক্তির অংশ হিসেবে “বাংলাদেশ ব্যাংকের নভেল করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের পেশাজীবী, কৃষক ও প্রান্তিক/ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পুনঃঅর্থায়ন স্কিম-২০২০” এর আওতায় এসআইবিএল- এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী, পেইজ ডেভেলপমেন্ট সেন্টার- এর নির্বাহী পরিচালক লোকমান হাকিম- এর হাতে বিনিয়োগ বিতরণের চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল হক, এসএমই এন্ড এগ্রিকালচারাল ফিন্যান্স বিভাগের প্রধান সাদাত আহমেদ খান, কুমিল্লা শাখার ব্যবস্থাপক কে এম বরকতুল হক সরকার, পেইজ ডেভেলপমেন্ট সেন্টার- এর পরিচালক (ক্রেডিট এন্ড এডমিন) মোঃ ইউনুস সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

বিনিয়োগ বিতরণকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী বলেন, এই স্কিমের মাধ্যমে কুমিল্লা অঞ্চলের নিম্ন আয়ের পেশাজীবী, কৃষক ও প্রান্তিক/ক্ষুদ্র ব্যবসায়ীগণ উপকৃত হবেন। তিনি এই স্কিমের সফলতা কামনা করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে পেইজ ডেভেলপমেন্ট সেন্টার- এর নির্বাহী পরিচালক লোকমান হাকিম বলেন, এই স্কিমের অধীনে প্রকৃত ও কাঙ্খিত জনগোষ্ঠীর মধ্যে বিনিয়োগ বিতরণসহ বাংলাদেশ ব্যাংক এর অন্যান্য শর্তাবলী যথাযথভাবে পরিপালন করা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিদেশি ডেবিট কার্ডে অর্থ তোলা বন্ধ করল ইবিএল
এসবিএসি ব্যাংকের নতুন এএমডি নূরুল আজীম
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
বিকাশের প্রধান যোগাযোগ কর্মকর্তা মাহফুজ মারা গেছেন
ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদের ৩ কমিটি গঠন
ব্যাংকে চাকরির আবেদনের বয়সসীমা শিথিল
মাসিক সঞ্চয় হিসাব খোলা যাচ্ছে বিকাশ অ্যাপে
ফের এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন
অফিসার পদে ৭৮৭ জনকে নিয়োগ দেবে সরকারি ৫ ব্যাংক
ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালক হলেন যারা