সূত্র মতে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১১ দশমিক ৯৩ পয়েন্ট কমেছে। লেনদেন শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৩৩১ পয়েন্টে।
ডিএসইর বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএস ৩০’ সোমবার ০ দশমিক ৪২ পয়েন্ট হারিয়েছে। এছাড়াও শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ কমেছে ২ দশমিক ৪৬ পয়েন্ট।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৭১ প্রতিষ্ঠানের ৬৭৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫১৫ কোটি ৭৭ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় ডিএসইতে লেনদেন বেড়েছে ১৬৩ কোটি ৯৫ লাখ টাকা।
সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৫টিরই শেয়ারদর অপরিবর্তিত ছিল। দর কমেছে ১৪৬ কোম্পানির শেয়ারের। বিপরীতে মাত্র ৫০ কোম্পানির শেয়ারদর এদিন বৃদ্ধি পেয়েছে।
প্রধান শেয়ারবাজারের পথেই হেঁটেছে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। আজ এক্সচেঞ্জটির সার্বিক সূচক ‘সিএএসপিআই’ ৩০ দশমিক ৫৮ পয়েন্ট কমেছে। সিএসইতে এদিন ১১ কোটি ৮৮ লাখ ১৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এক্সচেঞ্জটিতে লেনদেনে অংশ নিয়েছে ২০৬টি প্রতিষ্ঠান। এর মধ্যে ৩৭টির শেয়ারদর বেড়েছে, কমেছে ৯৪টির। বাকি ৭৫ কোম্পানির শেয়ারদর এদিন অপরিবর্তিত ছিল।