লেনদেন-দরবৃদ্ধিতে লোকসানি কোম্পানির বাজিমাত

লেনদেন-দরবৃদ্ধিতে লোকসানি কোম্পানির বাজিমাত
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৭২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে এদিন বাজিমাত করেছে লোকসানি ফু-ওয়াং ফুড লিমিটেড। কোম্পানিটি আজ ডিএসইতে লেনদেন ও দরবৃদ্ধির নেতৃত্ব দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে ৮৩ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদিন সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ফু-ওয়াং ফুডের শেয়ারদর। এক দিনে প্রতিষ্ঠানটির শেয়ারদর ২ টাকা ৬০ পয়সা বৃদ্ধি পেয়েছে। শতাংশ হিসেবে দরবৃদ্ধির পরিমাণ ৯ দশমিক ৮১ শতাংশ। ফলে ফু-ওয়াং ফুড আজ ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করছে।

শুধু দরবৃদ্ধিতেই এগিয়ে থাকেনি ফু-ওয়াং ফুড। খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানিটি বুধবার লেনদেনেরও শীর্ষে অবস্থান করছে। এদিন ডিএসইতে কোম্পানিটির ২ কোটি ২ লাখ ২৭ হাজার ৪৬০টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ছিল ৫৬ কোটি ৬০ লাখ ৫২ হাজার টাকা।

জানা গেছে, লেনদেন ও দরবৃদ্ধির শীর্ষে থাকা ফু-ওয়াং ফুড সর্বশেষ হিসাববছরে (২০২২) বড় লোকসান দিয়েছে। এক বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসানের পরিমাণ ছিল ২ টাকা ২৬ পয়সা। অর্থাৎ সবমিলিয়ে ২০২২ সালে ২৫ কোটি ৪ লাখ ৯৬ হাজার টাকা লোকসান হয়েছে প্রতিষ্ঠানটির।

ডিএসইর তথ্য বলছে, গত দুই বছর ধরে ফু-ওয়াং ফুডের শেয়ার প্রতি সম্পদ মূল্যও (এনএভিপিএস) কমছে। ২০২০ সালে প্রতিষ্ঠানটির এনএভিপিএস ছিল ১২ টাকা ০১ পয়সা। পরের বছর (২০২১) সালে যার পরিমাণ দাঁড়িয়েছে ১১ টাকা ৮৫ পয়সায়। আর সর্বশেষ হিসাববছরে তা আরও কমে দাঁড়িয়েছে ৩ টাকা ১৮ পয়সায়। অর্থাৎ দুই বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদমূল্য চার গুণ কমেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত