নির্বাচন কমিশনের (ইসি) আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল ৮ জুলাই ঢাকা আসছে। বৃহস্পতিবার (৬ জুলাই) মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। প্রতিনিধি দল ২৩ জুলাই পর্যন্ত ঢাকায় অবস্থান করবে।
তিনি বলেন, ১১-১৪ জুলাই পর্যন্ত মার্কিন প্রতিনিধি দল উজরা জেয়া এবং ডোনাল্ড লু ঢাকা আসছেন। মার্কিন প্রতিনিধি দলের সফরে দুই দেশের সম্পর্ক নিয়ে কথা হবে। তারা আসার পর বাংলাদেশের সঙ্গে কী আলোচনা হবে তখন বোঝা যাবে। এখন পর্যন্ত কোনো এজেন্ডা ঠিক হয়নি।
ইইউ প্রতিনিধি দলের সফরে ঠিক হবে নির্বাচনে পর্যবেক্ষক আসবে কি না, এমন মন্তব্য করে সচিব জানান, মার্কিন দলের সফরে অনেক বিষয় আলোচনা হতে পারে। এরমধ্যে ইলেকশন নিয়ে আলোচনা হতে পারে। তবে এটা ইলেকশন কেন্দ্রিক সফর নয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যবিশিষ্ট একটি ‘অনুসন্ধানী অগ্রগামী দল’ ৮-২৩ জুলাই বাংলাদেশ সফর করবে। এ মিশনের কাজ হবে মূল নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, লজিস্টিক্স ও নিরাপত্তা ইত্যাদি বিষয় মূল্যায়ন করা।
অনুসন্ধানী মিশন বাংলাদেশে অবস্থানকালে সরকারের প্রতিনিধি, নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
অনুসন্ধানী মিশন হতে প্রাপ্ত এসব তথ্যের ভিত্তিতেই পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়ন আগামী জাতীয় নির্বাচনের আগে পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।
মাসুদ বিন মোমেন বলেন, ৩০ নভেম্বর বিমসটেক সামিট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবেন সেই সম্মেলনে। এর আগে ১৭ জুলাই বিমসটেক মন্ত্রিপর্যায়ের বৈঠক। থাইল্যান্ডে এই বৈঠক হবে। বিমসটেকের বর্তমান সেক্রেটারি জেনারেল ভুটানের। ৫ নভেম্বর ভারত বিমসটেক সেক্রেটারি হবে। বাংলাদেশ হবে চেয়ারম্যান। বিমসটেককে কীভাবে শক্তিশালী করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। বিদ্যুৎ কানেক্টভিটি নিয়ে আলোচনা হবে। কোনো দেশ যদি পর্যবেক্ষক হতে চায় পারবে।
অর্থসংবাদ/এসএম