সূত্র মতে, রবিবার (৯ জুলাই) লুব-রেফের ১ কোটি ৩৯ লাখ ৭২ হাজার ২৪৪টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ছিল ৫৩ কোটি ৯১ লাখ ৯১ হাজার টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডস লিমিটেডের আজ ৩২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা জেনারেশন নেক্সট ফ্যাশনের লেনদেন হয়েছে ২৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার।
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের আজ ২৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশনের লেনদেন হয়েছে ২৩ কোটি ২৮ লাখ টাকার শেয়ার।
আইটি খাতের এডিএন টেলিকমের শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২২ কোটি ৫৮ লাখ টাকায়। বিমা খাতের রুপালী লাইফ ইন্স্যুরেন্সের এদিন ২০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।
এছাড়াও অলিম্পিক এক্সেসরিজের ১৮ কোটি ৮৩ লাখ, বিবিএসের ১৬ কোটি ৫১ লাখ এবং আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ১৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।