ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের নতুন কমিটির অভিষেক

ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের নতুন কমিটির অভিষেক

বীমা সাংবাদিকদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ)’র নতুন কমিটির (২০২৩-২৫) অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ জুলাই) রাজধানীর পল্টনে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের হলরুমে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।


অনুষ্ঠানে ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের বিদায়ী কমিটির (২০২১-২০২২) সভাপতি গোলাম মওলা আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির সভাপতি গাযী আনোয়ারের নিকট সংগঠনের দায়িত্ব হস্তান্তর করেন।


অনুষ্ঠানে সংগঠনে সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সহ-সভাপতি মাসুদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান আবির, অর্থ সম্পাদক জাকির হুসাইন, দপ্তর ও কল্যাণ সম্পাদক সেলিম মালিক এবং কার্যনির্বাহী কমিটির সদস্য আলী রিয়াজ, আমিনুল ইসলাম ও জাফর আহমদ উপস্থিত ছিলেন।


এর আগে ১৬ জুন (শুক্রবার) গাজীপুরের ছুটি রিসোর্টে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে সদস্যদের ভোটে ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। আগামী দুই বছরের (২০২৩-২৫) জন্য পূর্ণাঙ্গ এই কমিটি গঠন করা হয়েছে।


নতুন কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন গাযী আনোয়ার (টাইম নিউজ), সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন (বিজনেস পোস্ট), সহ-সভাপতি মাসুদ মিয়া (দৈনিক আমাদের অর্থনীতি) ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান আবির (ইন্স্যুরেন্স নিউজ বিডি)।


অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন জাকির হুসাইন (আজকালের খবর), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান (দৈনিক সংগ্রাম) এবং দপ্তর ও কল্যাণ সম্পাদক সেলিম মালিক (আরটিভি)।


এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন- আলী রিয়াজ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), আমিনুল ইসলাম (আমাদের অর্থনীতি), জাফর আহমদ (বাংলা নিউজ ২৪.কম) এবং রেজাউল করিম (একুশে টিভি)।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বীমা দাবি পরিশোধ নিয়ে একতরফা সিদ্ধান্ত, বাতিলের দাবিতে আইডিআরএ’কে বিটিএমএ’র চিঠি
চার কোটি ৩৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে গার্ডিয়ান লাইফকে লিগ্যাল নোটিশ
বিমায় আস্থা ফেরাতে দরকার প্রযুক্তির আধুনিকায়ন
ফারইস্টের সাবেক সিইওসহ তিনজনের বিরুদ্ধে তথ্যপাচার মামলা
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সঙ্গে আইডিআরএ’র সভা
বিমা কোম্পানির নিয়ন্ত্রক সংস্থা ও সিইওদের বিরুদ্ধে ভয়াবহ তথ্য গোয়েন্দা প্রতিবেদনে
উচ্চ ঝুঁকিতে দেশের ৩২ বিমা কোম্পানি: আইডিআরএ চেয়ারম্যান
১৫ বীমা কোম্পানির তথ্য চেয়ে আইডিআরএ’র চিঠি
বাজেটে বিমা খাতে কর কমানোসহ ১৫ প্রস্তাব ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের
নিবন্ধন সনদ নবায়ন আবেদন না করায় বায়রা ও গোল্ডেন লাইফকে নোটিশ