সূত্র মতে, বৃহস্পতিবার (১৩ জুলাই) কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লুব-রেফ লিমিটেডের ৯ দশমিক ৯৪ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এ তালিকায় তৃতীয় স্থানে থাকা রুপালী ব্যাংকের ৯ দশমিক ৯০ শতাংশ শেয়ারপ্রতি দর বৃদ্ধি পেয়েছে।
এছাড়াও, দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- অলিম্পিক এক্সেসরিজ, খান ব্রাদার্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইয়াকিন পলিমার, দ্যা ঢাকা ডায়িং, জেনারেশন নেক্সট এবং খুলনা প্রিন্টিং।
অর্থসংবাদ/এসএম