বৃহস্পতিবার (১৩ জুলাই) অনুষ্ঠিত ট্রাস্টি সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
এর আগে গত ১২ জানুয়ারি ঘোষিত ৩.৯০ শতাংশ অন্তর্বতীকালীন লভ্যাংশসহ মোট ৬.৯০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করল ফান্ডটি।
সূত্র মতে, ৩০ জুন ২০২৩ সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৬৫ পয়সা।
একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (মার্কেট ভ্যালু) হয়েছে ১০ টাকা ৬৩ পয়সা।