সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়ে ফের এক কোটি টাকা ছাড়িয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৮ জুলাই) ডিএসইর প্রধান মূল্য সূচক ‘ডিএসইএক্স’ ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৫১ পয়েন্টে। প্রধান সূচকের সঙ্গে এদিন ‘ডিএস-৩০’ সূচক ২ পয়েন্ট কমেছে। আর ডিএসইএস বা শরীয়াহ সূচকে ১ পয়েন্ট যোগ হয়েছে।
আজ ডিএসইতে এক হাজার ৪৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৩২ কোটি ৭১ লাখ টাকার।
এদিন ডিএসইতে মোট ৩৭১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, দর কমেছে ১১৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৯২টি কোম্পানির।
অর্থসংবাদ/এসএম