মেডিকেল অফিসার পদে দ্বিতীয় ধাপে অফার লেটার দিল বাংলাদেশ ব্যাংক

মেডিকেল অফিসার পদে দ্বিতীয় ধাপে অফার লেটার দিল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকে মেডিকেল অফিসার পদে নির্বাচিত প্রার্থীদের দ্বিতীয় ধাপে অফার লেটার ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকে মেডিকেল অফিসার পদে নিয়োগের উদ্দেশ্যে ২০২১ সালের ২৮ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি এবং গত ১৫ মে তারিখের প্রার্থী নির্বাচনসংক্রান্ত বিজ্ঞপ্তির সূত্রে বিদ্যমান প্যানেল থেকে দ্বিতীয় পর্যায়ে পাঁচজন প্রার্থী বরাবর ইস্যুকৃত অফার লেটার বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

যেসব প্রার্থীর নামে অফার লেটার ইস্যু করা হয়েছে তাঁদের রোল নম্বরগুলো হলো—৯০০৫৩০, ৯০১০৩৬, ৯০৪৪৮৪, ৯০০৩৯০ এবং ৯০০০১৭ = ০৫ জন।

প্রার্থীরা তাঁদের নিজেদের সিভি আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নিজ নিজ অফার লেটারের কপি ও সংশ্লিষ্ট কাগজপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের আগামী ১০ আগস্টের মধ্যে পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকায় রিপোর্ট করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী রিপোর্ট না করলে তাঁর নিয়োগ বাতিল হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি