বুধবার (১৯ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবসে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭১ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৫৪ টাকা ৩০ পয়সা। এক দিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর পতন হয়েছে ১৬ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৭৬ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আরডি ফুড়ের ৬ দশমিক ১৭ শতাংশ, আজিজ পাইপসের ৫ দশমিক ৪৬ শতাংশ, মেঘনা পেটের ৪ দশমিক ৯৩ শতাংশ, খান ব্রাদার্স পিপির ৪ দশমিক ৬২ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৪ দশমিক ৪১ শতাংশ, রুপালী ব্যাংকের ৩ দশমিক ৮৭ শতাংশ, ইমাম বার্টনের ৩ দশমিক ৬৫ শতাংশ, সমতা লেদারের ৩ দশমিক ৬৪ শতাংশ এবং মিরাকলের ৩ দশমিক ৪৮ শতাংশের শেয়ার দর কমেছে।