গত ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের ঘোষণাকৃত লভ্যাংশ বিনিয়োগকারীদের মাঝে বিতরণ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি।
কোম্পানিগুলো হচ্ছে- যমুনা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, প্রিমিয়ার ব্যাংক ও যমুনা ব্যাংক সমাপ্ত সময়ের ঘোষণাকৃত নগদ এবং বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। একই সময়ে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ প্রদান করেছে।
কোম্পানিগুলো সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর লভ্যাংশের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।
আলোচ্য সময়ে যমুনা ব্যাংক সাড়ে ১৭ শতাংশ নগদ এবং সাড়ে ৮ শতাংশ বোনাস, প্রিমিয়ার ব্যাংক সাড়ে ১২ শতাংশ নগদ এবং সাড়ে ৭ শতাংশ বোনাস এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
অর্থসংবাদ/এসএম