সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া ৩৬৪টি প্রতিষ্ঠানের সর্বমোট ৯৪৭ কোটি ০২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুড কোম্পানি লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২০ জুলাই) কোম্পানিটির ১ কোটি ১৯ লাখ ৮ হাজার ২৫৮টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৪৫ কোটি ২৮ লাখ টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা খান আরডি ফুডের এদিন ৩১ কোটি ৬১ লাখ টাকার লেনদেন হয়েছে। আর ২৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার হাতবদল হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইয়াকিন পলিমার লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সিটি জেনারেল ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম, সি পার্ল হোটেল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, মিডল্যান্ড ব্যাংক, খান ব্রাদার্স এবং লুব-রেফ বাংলাদেশ।
অর্থসংবাদ/এসএম