বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীর একটি হোটেলে পাবলিক স্যানিটেশন বিষয়ে এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা।
ঢাকায় পাবলিক স্যানিটেশন বিষয়ে দক্ষিণ এশীয় অংশীজনদের নিয়ে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠান আয়োজন করে ওয়াটারএইড, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজ অব ইন্ডিয়া (এএসসিআই), বিল ও মেলিন্ডা গেটসফাউন্ডেশন এবং কিম্বারলি-ক্লার্ক। বৈঠকে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
বৈঠকে অতিথি ও অংশীজনেরা পাবলিক স্যানিটেশন বিষয়ে সচেতনতা নিয়ে তাদের অভিজ্ঞতা ও ভাবনা তুলে ধরেন। পাশাপাশি মতবিনিময়কালে তারা কোন বিষয়গুলোতে পরিবর্তন আনা প্রয়োজন সে বিষয়ে আলোকপাত করেন। এছাড়া অনুষ্ঠানে জনস্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে বিদ্যমান সমস্যাগুলো নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়।
উল্লেখ্য বিষয়ে আলোকপাত করে ওয়াটারএইডের দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয় ও অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজ অবইন্ডিয়া এ গোলটেবিল বৈঠকের মাধ্যমে আঞ্চলিক পর্যায়ে গণ-শৌচাগার নিয়ে কাজ করার ক্ষেত্রে গুরুত্বারোপ করেন।
এ বিষয়ে বাংলাদেশ, নেপাল ও ভারতের এ খাতের প্রতিনিধিরা এবং বাংলাদেশের স্থানীয় সরকার বিভাগ, ঢাকার দুই সিটি করপোরেশন ও কাঠমান্ডু মেট্রোপলিটান সিটি অফিসের প্রতিনিধিরা নিজেদের মধ্যে মতামত, ধারণা ও অভিজ্ঞতা বিনিময় করেন।