ব্যাংকাসুরেন্স গাইডলাইন্স গেজেট নোটিফিকেশন স্থগিত চায় বিআইএ

ব্যাংকাসুরেন্স গাইডলাইন্স গেজেট নোটিফিকেশন স্থগিত চায় বিআইএ
‘ব্যাংকাসুরেন্স গাইডলাইন্স’ প্রবর্তনের গেজেট নোটিফিকেশন সাময়িকভাবে স্থগিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)। বৃহস্পতিবার (২০ জুলাই) এ সংক্রান্ত একটি চিঠি বীমা কোম্পানিগুলোর চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠানো হয়েছে।

বিআইএর প্রেসিডেন্ট শেখ কবির হোসেন সাক্ষরিত চিঠিতে বলা হয়, সম্প্রতি ‘ব্যাংকাসুরেন্স গাইডলাইন্স’ প্রবর্তনের বিষয়ে গেজেট নোটিফিকেশন জারির জন্য একটি পত্র অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর প্রেরণ করা হয়েছে, যা বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন-এর নজরে আসে। তাৎক্ষনিকভাবে বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে ফোনে আলোচনা করা হয়েছে। ব্যাংকাসুরেন্স গাইডলাইন্স এর কতিপয় বিষয়ে সংশোধন করা প্রয়োজন বিধায় গেজেট নোটিফিকেশনটি সাময়িকভাবে স্থগিত করার জন্য তাঁদেরকে অনুরোধ করা হলে তাঁরা সদয় সম্মতি প্রদান করেছেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যানের কাছে এ চিঠির অনুলিপি পাঠিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বীমা দাবি পরিশোধ নিয়ে একতরফা সিদ্ধান্ত, বাতিলের দাবিতে আইডিআরএ’কে বিটিএমএ’র চিঠি
চার কোটি ৩৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে গার্ডিয়ান লাইফকে লিগ্যাল নোটিশ
বিমায় আস্থা ফেরাতে দরকার প্রযুক্তির আধুনিকায়ন
ফারইস্টের সাবেক সিইওসহ তিনজনের বিরুদ্ধে তথ্যপাচার মামলা
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সঙ্গে আইডিআরএ’র সভা
বিমা কোম্পানির নিয়ন্ত্রক সংস্থা ও সিইওদের বিরুদ্ধে ভয়াবহ তথ্য গোয়েন্দা প্রতিবেদনে
উচ্চ ঝুঁকিতে দেশের ৩২ বিমা কোম্পানি: আইডিআরএ চেয়ারম্যান
১৫ বীমা কোম্পানির তথ্য চেয়ে আইডিআরএ’র চিঠি
বাজেটে বিমা খাতে কর কমানোসহ ১৫ প্রস্তাব ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের
নিবন্ধন সনদ নবায়ন আবেদন না করায় বায়রা ও গোল্ডেন লাইফকে নোটিশ