সোমবার(২৪ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবসে আজিজ পাইপসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১২৬ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১১৬ টাকা ৩০ পয়সা। এক দিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর পতন হয়েছে ১০ টাকা। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লিগ্যাসি ফুটওয়্যার ৬ দশমিক ৬৯ শতাংশ, জুট স্পিনার্স ৩ দশমিক ৫৩ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ৫ দশমিক ৩৪ শতাংশ, বিচ হ্যাচারি ৪ দশমিক ৯০ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ৫ দশমিক ৯০ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইল ৪ দশমিক ৬৭ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজ ৪ দশমিক ৩৮ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ৪ দশমিক ১১ শতাংশ এবং আরডি ফুডের ৩ দশমিক ৯৭ শতাংশের শেয়ার দর কমেছে।