আবারও তিন বছরের জন্য ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পাচ্ছেন তাকসিম এ খান। ওয়াসার একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, তার নিয়োগপত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষর করেছেন। নিয়োগপত্র এখন মন্ত্রণলায়ের মাধ্যমে প্রজ্ঞাপন আকারে যেকোনো সময় প্রকাশ পেতে পারে।
তাকসিম এ খান ১৩ বছর ধরে ঢাকা ওয়াসার এমডি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ওয়াসার এমডি হিসেবে এটি হবে তার সপ্তম নিয়োগ।
উল্লেখ্য, তাকসিম সেন্ট গ্রেগরিজ স্কুল থেকে মাধ্যমিক ও নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। কলেজ জীবন শেষে ১৯৭৫ সালে তিনি উচ্চশিক্ষার জন্য রাশিয়ায় যান এবং ১৯৮১ সালে মস্কোর একটি বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্রপ্রকৌশলে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তাকসিম এ খান ২০০৯ সালের ১৪ অক্টোবর ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক পদে নিযুক্ত হন।
অর্থসংবাদ/এসএম