মঙ্গলবার (২৫ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবসে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩৯ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১২৫ টাকা ৪০ পয়সা। এক দিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর পতন হয়েছে ১৩ টাকা ৮০ পয়সা। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে খান জনতা ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৮০ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৪৮ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৬ দশমিক ৩৭ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্সের ৫ দশমিক ৪৫ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৪ দশমিক ২৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ৪ দশমিক ১৭ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৩ দশমিক ৯৬ শতাংশ, আরডি ফুডের ৩ দশমিক ৯৫ শতাংশ এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৯৪ শতাংশের শেয়ার দর কমেছে।