বৃহস্পতিবার (২৭ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবসে নাভানা ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৪ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৯৮ টাকা ৬০ পয়সা। এক দিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর পতন হয়েছে ৫ টাকা ৭০ পয়সা। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল বীচের ৩ দশমিক ৭৪ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩ দশমিক ৭০ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ৫৪ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩ দশমিক ৪৮ শতাংশ, আমরা টেকনোলজিস লিমিটেডের ২ দশমিক ৯৪ শতাংশ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের ২ দশমিক ৯৪ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের ২ দশমিক ৭৮ শতাংশ,মিডল্যান্ড ব্যাংকের ২ দশমিক ৭৪ শতাংশ এবং ইয়াকিন পলিমার লিমিটেডের শেয়ার দর ২ দশমিক ৭১ শতাংশ কমেছে।