লেনদেন কমলেও বাজার মূলধন বেড়েছে শেয়ারবাজারে

লেনদেন কমলেও বাজার মূলধন বেড়েছে শেয়ারবাজারে

বিদায়ী সপ্তাহে (২৩ জুলাই-২৭ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পতন হয়েছে। সব মূল্যসূচকের সঙ্গে কমেছে শেয়ার লেনদেনের পরিমাণ। তবে সপ্তাহ শেষে এক্সচেঞ্জটির বাজার মূলধন বেড়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ২৬ দশমিক ১০ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৩৩৯ পয়েন্টে।


প্রধান সূচকের সঙ্গে ডিএসইর অপর দুই সূচকও কমেছে। বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএস ৩০’ ৩৬ দশমিক ৯২ পয়েন্ট হারিয়েছে। শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ কমেছে ৯ দশমিক ২২ পয়েন্ট।


সূচকের পতনের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জে টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণও কমেছে। গেল সপ্তাহের পাঁচ কার্যদিবসে এক্সচেঞ্জটিতে ৩ হাজার ২৫৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৭৩৫ কোটি ৪১ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৪৭ কোটি ৮৭ লাখ টাকা বা ৩১ দশমিক ২৩ শতাংশ।


সূচক ও লেনদেন কমলেও গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১০০ কোটি ৯১ লাখ ৬৩ হাজার ৩৪২ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৮৯৮ কোটি ৮২ লাখ ৯৯ হাজার ২৩৮ টাকায়।


সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজারে ৪০৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে ২০৩টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ১৩৫টির, বিপরীতে ৫০ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এছাড়াও ১৫ কোম্পানি গত সপ্তাহে লেনদেনে অংশ নেয়নি।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন