বিদেশি লিগে প্রথম ম্যাচেই বাজিমাত তাওহিদ হৃদয়ের

বিদেশি লিগে প্রথম ম্যাচেই বাজিমাত তাওহিদ হৃদয়ের
বয়স মাত্র ২২। সবে তো ক্যারিয়ার শুরু তাওহিদ হৃদয়ের। এরই মধ্যে বিদেশি লিগে সুযোগ মিললো টাইগার মিডল অর্ডার এই ব্যাটারের। লঙ্কান লিগে প্রথমবার খেলতে গেছেন এই ডানহাতি।

লঙ্কান লিগের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার সৌভাগ্য হলো হৃদয়ের। কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে সে ম্যাচে জাফনা কিংসের হয়ে খেলতে নেমে প্রথম ম্যাচেই বাজিমাত করলেন তিনি। ব্যাটিংয়ে জাফনা কিংসের সেরা পারফরমার আজ হৃদয়ই।

টস জিতে হৃদয়ের দল জাফনাকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন কলম্বো অধিনায়ক নিরোশান ডিকভেলা। কলম্বোর দলে থাকলেও আজ একাদশে সুযোগ হয়নি আরেক বাংলাদেশি শরিফুল ইসলামের।

হৃদয় সুযোগ পেয়েছেন, আর দুহাতে লুফে নিয়েছেন। জাফনার ইনিংসে চার নম্বরে ব্যাট করতে নামেন হৃদয়। শুরুতে দেখেশুনে খেললেও শেষ পর্যন্ত চোখ ধাঁধানো এক ফিফটি তুলে নিয়েছেন এই মারকুটে ব্যাটার।

মাথিশা পাথিরানাকে পয়েন্টে বাউন্ডারি হাঁকিয়ে ৩৭ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন হৃদয়। ইনিংসের ৯ বল বাকি থাকতে চামিকা করুনারত্নের শিকার হন তিনি। বড় শট খেলতে গিয়ে ক্যাচ দেন নাসিম শাহকে। ৩৯ বলে হৃদয়ের ৫৪ রানের ইনিংসটি ছিল ৪ বাউন্ডারি আর এক ছক্কায় সাজানো।

হৃদয়ের এই ফিফটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে জাফনা। অর্থাৎ জিততে হলে কলম্বোকে করতে হবে ১৭৪।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের