পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে ছয় গুণ। তিন মাসে (এপ্রিল-জুন,২০২৩) কনসুলেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ পয়সা। যা গত বছর (এপ্রিল-জুন,২০২২) একই সময়ে ছিলো ০৭ পয়সা। একই সঙ্গে সোলো (solo) হয়েছে ৩৫ টাকা ৭৬ পয়সা। যা গত বছর একই সময়ে ছিলো ৩৫ টাকা ১৮ পয়সা।
সোমবার (৩১ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইাপএস) হয়েছে ৭৯ পয়সা। যা গত বছর একই সময়ে ছিলো ২৮ পয়সা। এদিকে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৭ পয়সা।
গত ৩০ জুন,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৫ টাকা ৭৬ পয়সা। আগের বছর ছিলো ৩৫ টাকা ১৮ পয়সা।
অর্থসংবাদ/এসএম