পদত্যাগ করলেন ব্যাংক এশিয়ার এমডি আদিল চৌধুরী

পদত্যাগ করলেন ব্যাংক এশিয়ার এমডি আদিল চৌধুরী

দায়িত্ব নেওয়ার আট মাসের মাথায় পদত্যাগ করেছেন ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ বিল্লাহ আদিল চৌধুরী।


জানা গেছে, গত বুধবার আদিল চৌধুরী পদত্যাগপত্র জমা দেন। এরপর বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় অংশ নেননি তিনি। বৃহস্পতিবার ব্যাংকটির অতিরিক্ত এমডি শফিউজ্জামানকে এমডি পদে চলতি দায়িত্ব দেওয়া হয়।


জানা গেছে, একটি ঋণ প্রস্তাব অনুমোদনকে কেন্দ্র করে আদিল চৌধুরী পদত্যাগপত্র জমা দেন। অবশ্য তার পদত্যাগপত্রটি এখনও ব্যাংকটির পরিচালনা পর্ষদে গৃহীত হয়নি।


উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও এমডি পদে নিয়োগ দেওয়া হয় আদিল চৌধুরীকে। এর আগে ২০২০ সালের আগস্টে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে ব্যাংক এশিয়ায় যোগ দিয়েছিলেন আদিল চৌধুরী। এরপর তিনি অতিরিক্ত এমডি হিসেবে পদোন্নতি পান।


আরিফ বিল্লাহ আদিল চৌধুরীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি তাতে সাড়া দেননি।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি