দায়িত্ব নেওয়ার আট মাসের মাথায় পদত্যাগ করেছেন ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ বিল্লাহ আদিল চৌধুরী।
জানা গেছে, গত বুধবার আদিল চৌধুরী পদত্যাগপত্র জমা দেন। এরপর বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় অংশ নেননি তিনি। বৃহস্পতিবার ব্যাংকটির অতিরিক্ত এমডি শফিউজ্জামানকে এমডি পদে চলতি দায়িত্ব দেওয়া হয়।
জানা গেছে, একটি ঋণ প্রস্তাব অনুমোদনকে কেন্দ্র করে আদিল চৌধুরী পদত্যাগপত্র জমা দেন। অবশ্য তার পদত্যাগপত্রটি এখনও ব্যাংকটির পরিচালনা পর্ষদে গৃহীত হয়নি।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও এমডি পদে নিয়োগ দেওয়া হয় আদিল চৌধুরীকে। এর আগে ২০২০ সালের আগস্টে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে ব্যাংক এশিয়ায় যোগ দিয়েছিলেন আদিল চৌধুরী। এরপর তিনি অতিরিক্ত এমডি হিসেবে পদোন্নতি পান।
আরিফ বিল্লাহ আদিল চৌধুরীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি তাতে সাড়া দেননি।
অর্থসংবাদ/এসএম