সূত্র মতে, মঙ্গলবার (১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১৩ দশমিক ৯৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৩৩৮ পয়েন্টে।
বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএস ৩০’ আজ ৩ দশমিক ২৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এছাড়াও শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই এস’ ২ দশমিক ৯৬ পয়েন্ট বেড়েছে।
সূচকের উত্থান হলেও ডিএসইতে টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণ কমেছে। মঙ্গলবার এক্সচেঞ্জটিতে ৫৪৬ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে (সোমবার) লেনদেন হয়েছিল ৬৬৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার। অর্থাৎ ডিএসইতে আজ লেনদেন কমেছে ১১৯ কোটি ১৯ লাখ টাকা।
মঙ্গলবার ডিএসইতে ৩৪০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে ১৭০টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর বেড়েছে ১১০ কোম্পানির। বিপরীতে ৬০ প্রতিষ্ঠানের শেয়ারদর আজ কমেছে।