বুধবার (২ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহজাহান আজাদী। এর আগে আলোচ্য পদে অজিত চন্দ্র আইচ দায়িত্ব পালন করতেন।
তাছাড়া কোম্পানিটির পরিচালনা পর্ষদ জহির উদ্দিনের পরিবর্তে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আব্দুল করিম। তিনি বর্তমানে একই কোম্পানির পলিসি সার্ভিসিং এবং মানবসম্পদ বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
অর্থসংবাদ/এমআই