চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইতে বাংলাদেশ থেকে বিশ্ব বাজারে ৪৫৯ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী আলোচ্য জুলাই মাসে ২০২২-২৩ অর্থবছরের একই সময়ের তুলনায় পণ্য রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ২৬ শতাংশ।
প্রাপ্ত তথ্যে দেখা যায়, জুলাই মাসে প্রধান পণ্য তৈরি পোশাকের রফতানির অর্থমূল্য ছিল ৩৯৫ কোটি ৩৭ লাখ ৪০ হাজার ডলার। গত অর্থবছরের জুলাই মাসের তুলনায় তৈরি পোশাকের রফতানি বেড়েছে ১৭ দশমিক ৪৩ শতাংশ।
এসময়ে চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি কমেছে শূন্য দশমিক ৬৭ শতাংশ। পাট ও পাটজাত পণ্যের রফতানি বেড়েছে ২ দশমিক ৭৫ শতাংশ। কৃষিপণ্যের রফতানি বেড়েছে ১৪ দশমিক ৫৩ শতাংশ। হোমটেক্সটাইল পণ্যের রফতানি কমেছে ৪০ দশমিক ৭৭ শতাংশ।
অর্থসংবাদ/এসএম