সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমে ৪০০ কোটির ঘরে নেমে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ১৩ পয়েন্ট কমেছে। সূচকটি আজ বাজার শেষে ৬ হাজার ৩২৯ পয়েন্টে দাড়িয়েছে।
এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএসইর শরীয়াহ্ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৩৭২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে ২ হাজার ১৫২ পয়েন্টে দাড়িয়েছে।
ডিএসইতে আজ মোট ৪৮৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৩৯ কোটি ১৫ লাখ টাকা।
এদিন দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৩৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৩টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৬৩টি কোম্পানির। বাকি ৯৮টি কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।
অর্থসংবাদ/এসএম