সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে লিবরা ইনফিউশন

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে লিবরা ইনফিউশন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩০ জুলাই-০৩ আগস্ট) দর বৃদ্ধির শীর্ষে রয়েছে লিবরা ইনফিউশন লিমিটেড। সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৫ দশমিক ৯২ শতাংশ।

শনিবার (৫ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে ‘বি’ ক্যাটাগরি থেকে লেনদেন করা লিবরা ইনফিউশন সর্বমোট ১৩ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে। যেখানে গড়ে প্রতিদিন ২ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা লেনদেন হয়।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দেশবন্ধু পলিমারের শেয়ার দর বেড়েছে ১২ দশমিক ২০ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটি সর্বমোট লেনদেন করেছে ৩৮ কোটি ৯৬ লাখ ৩০ হাজার টাকা। যেখানে গড়ে প্রতিদিন ৭ কোটি ৭৯ লাখ ৩০ হাজার টাকা লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে থাকা মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর বেড়েছে ১১ দশমিক ৫৯ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৬৪ কোটি ৬৯ লাখ ১০ হাজার টাকা লেনদেন করে। যেখানে গড়ে প্রতিদিন ১২কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা লেনদেন হয়।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– সিনোবাংলার ১১.২৭ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ১১.০১ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৮.৬১ শতাংশ, নাভানা ফার্মার ৮.৪২ শতাংশ, জেএমআই হসপিটালের ৭.৮৭ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৭.৮৪ শতাংশ এবং রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার দর ৭.৪১ শতাংশ বেড়েছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত