আইন বিভাগের অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক কোষাধ্যক্ষ ও আইন বিভাগের অধ্যাপক ড. মোহা. সেলিম তোহা। বিশেষ অতিথি ছিলেন আইন অনুষদের ডীন অধ্যাপক ড. সৈয়দা সিদ্দিকা। সেমিনারে অলোচক হিসেবে আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল করিম খাঁন, অধ্যাপক ড. হালিমা খাতুন উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষকসহ ছাত্রলীগ নেতাকর্মীরা ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় আইন বিভাগের অধ্যাপক ড. এম. আনিচুর রহমানের সঞ্চালনায় এবং অধ্যাপক ড. শাহজাহান মন্ডলের তত্ত্বাবধায়নে গবেষক বি. এম. আব্দুর রাফেল ‘শিক্ষা অধিকার অর্জন ও বাস্তবায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান’ বিষয়ক প্রবন্ধ পাঠ করেন।
পরবর্তীতে অতিথিরা এ প্রবন্ধের গুরুত্বসহ নানা ত্রুটি ও দিকনির্দেশনা প্রদান করেন।
অর্থসংবাদ/এসএ