বিএপিএলসির প্রেসিডেন্ট আজম জে চৌধুরীর নেতৃত্বে সম্প্রতি প্রতিনিধিদলটি সাক্ষাৎ করে।
এ সময় বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, প্রফেসর ড. মিজানুর রহমান ও মোঃ আবদুল হালিম উপস্থিত ছিলেন।
সাক্ষাতে এসোসিয়েশনের পক্ষ থেকে কর্পোরেট গভর্ন্যান্স কোডের কতিপয় অনুচ্ছেদ তুলে ধরা হয়; যা তালিকাভুক্ত কোম্পানি সুষ্ঠুভাবে পরিচালনা ও সুশাসন নিশ্চিতকরণে সংশোধন প্রয়োজন।
উপস্থাপিত অনুচ্ছেদগুলো কমিশন ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং কর্পোরেট গভর্ন্যান্স কোডের গুণগতমান আরও বেশি উন্নীত করার অভিপ্রায়ে কমিশন ইতিমধ্যে কাজ শুরু করেছে বলে বিএপিএলসিকে অবহিত করেন ও প্রয়োজনীয় সংশোধনী আনয়নের আশ্বাস প্রদান করেন। সভায় কর্পোরেট গভর্ন্যান্স কোড ছাড়াও পুঁজিবাজারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় বিএপিএলসি’র ভাইস প্রেসিডেন্ট রিয়াদ মাহমুদ ও এক্সিকিউটিভ কমিটি মেম্বার রুহুল আমিন, মতিউর রহমান, রোকেয়া কাদের, মমিনুল ইসলাম, ফারজানাহ চৌধুরী, এটিএম মাহবুবুল আলম, ইমাম শাহীন, অলি কামাল এবং সেক্রেটারি জেনারেল মোঃ আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।