নারীরা আসলে কিসে আটকায়?

নারীরা আসলে কিসে আটকায়?
বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশের মধ্যে একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরির বিবাহ বিচ্ছেদ নিয়ে চর্চা হচ্ছে। বলা হচ্ছে ‘জাস্টিন ট্রুডোর ক্ষমতায়, বিল গেটসের টাকায়, ফুটবলার হাকিমির জনপ্রিয়তায়, হুমায়ন ফরিদীর ভালোবাসায়, তাহসানের কণ্ঠে কিংবা হৃতিক রোশানের স্মার্টনেসে কোনো কিছুই নারীকে আটকাতে পারেনি। তাহলে কি কেউ বলতে পারবেন নারী আসলে কিসে আটকায়?’

এই পোস্টটির পক্ষে-বিপক্ষে নেটিজেনদের নানা প্রতিক্রিয়া ও মতামত দেখা গেছে। এবার সেটি নিয়ে নিজের মতামত জানালেন অভিনেত্রী সোহানা সাবা।

বিনোদন জগতের আলোচিত অভিনেত্রী সোহানা সাবা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, মেয়েরা আসলে কিসে আটকায় জানেন? না জেনে থাকলে শোনেন। ছেলে হোক আর মেয়ে শুধু শুধু কাউকে আটকানোর চেষ্টা করেন না, খুব ক্ষ্যাত এসব আলোচনা। যাকে ভালোবাসেন- তাকে শুধু নিঃস্বার্থের মত ভালোবেসে যান, তাহলে সে সেই আরামের ঘর ছেড়ে আর কোথাও যাবে না। আর তারপরেও যদি ‘সে’ চলে যায়, তাহলে বুঝে নেবেন সে কোনোদিন আপনার ছিলই না। তাকে খুব কষ্ট হলেও যত জলদি সম্ভব ভুলেই যাওয়াটা ভালো। কারন আপনার ‘রাইট পার্সন’ আপনার জীবনে প্রবেশ করার জন্যে ‘রাইট টাইম’ আর ‘ভ্যাকান্সি’র জন্যে ওয়েট করছে বা সৃষ্টিকর্তা সেই পরিস্থিতিই তৈরি করে দিচ্ছে।

এরপর সিনেমার প্রসঙ্গ টেনে এই অভিনেত্রী লেখেন, এবার আসা যাক আমাদের সিনেমা হলের দর্শকরা কিসে আটকায়। শাকিব খানে আটকায়, সিনেমার হিট গানে আটকায়, ভালো গল্পে আটকায়, ভালো সিনেমায় আটকায় অথবা ‘পাবলিসিটি স্টান্ট’ এ আটকায়।

এরপর নিজের আসন্ন সিনেমার কথা জানিয়ে লেখেন, আমার অভিনীত সিনেমা ‘অসম্ভব’ সিনেমার তো শাকিব খান নাই, কিন্তু পরিচালক অরুণা বিশ্বাস আছেন, একটা ভালো গল্প আছে, সুন্দর এরেজমেন্ট আছে, সুন্দর গান আছে, দেশের কথা, পরিবারের কথা, যাত্রার কথা আছে, সুন্দর লোকেশন আছে, শীতের রাতে আমার বৃষ্টিতে ভেজার গল্প আছে, অগণিত গুনী শিল্পীদের সেরাটা দেবার চেষ্টা আছে। এবার আমি সত্যিই আশাবাদী, দর্শকরা সিনেমা হলে আসলে আটকিয়ে পড়বেই পড়বে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

অল্পতেই সব শিখে যায় পদ্ম
২১ কোটির ‘অপারেশন জ্যাকপট’ শুরু ২৯ ডিসেম্বর
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ তারকা
২০০ কোটির ঘরে ‘ডাঙ্কি’
কাটা পড়লো অ্যানিমেলের ‘আপত্তিকর’ ২৭ মিনিট
‘পুলসিরাত’র জন্য দোয়া চান বুবলী
শীতে গলাব্যথা থেকে মুক্তির ঘরোয়া উপায়
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টিভিতে আবারও শুরু হচ্ছে সিসিমপুর
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে আরো আধুনিক করা হবে