জন্মদিনে ছেলেকে নিয়ে দীর্ঘ চিঠি লিখলেন পরিমণি

জন্মদিনে ছেলেকে নিয়ে দীর্ঘ চিঠি লিখলেন পরিমণি

ঢালিউডের তারকা দম্পতি অভিনেতা শরীফুল রাজ ও পরীমণি দম্পতির একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্মদিন আজ। দিনটি ঘিরে বেশ আয়োজন করেছেন বলে সংবাদ মাধ্যমগুলোকে এমনটাই জানিয়েছেন পরিমণি।


তিনি বলেন, বাসায় সাত দিন ধরে উৎসব চলছে। খুব আনন্দে সময় কাটছে। সবাই মিলে ভীষণ মজা করছি। কী যে ভালো লাগছে!


তাছাড়া জন্মদিনকে উপলক্ষ্যে বাসায় আত্মীয় স্বজন এসেছেন জানিয়ে পরী বলেন, নানু তো আছেনই। এছাড়া নানুর সম্পর্কের সব আত্নীয় এখন আমার বাসায়। অনেকদিন পর আমরা একত্রিত হয়েছি। শুধু মাত্র ছেলের জন্মদিনকে কেন্দ্র করে।


তবে জন্মদিনে উপহারের বিষয়টি সারপ্রাইজ রাখতে চেয়েছেন পরিমণি। কিছু সময় অপেক্ষা করতে হবে এমনটাই বললেন তিনি। পরীর কথায় কত কিছুই তো করেছি। কিছুটা সারপ্রাইজ থাকুক। এটুকু বলতে চাই, ছেলের জন্য দীর্ঘ চিঠি লিখেছি। আজ চিঠি পড়ে শোনানো হবে। ছেলে বড় হয়ে দেখুক ওর জন্য কত কী করেছি! দিনটি স্মরণীয় করতেই এমন আয়োজন।


ছেলেকে লেখা চিঠির বিষয়ে পরীমনি বলেন, যখন জেলে ছিলাম তখন নানু একটি চিঠি লিখেছিলেন। আমিও নানুকে লিখেছিলাম। ওটাই ছিল সর্বশেষ চিঠি লেখা। এবার লিখলাম ছেলের জন্য।


পরীর পদ্মর জন্মদিনের আজকের আয়োজনে পরীমনির সহকর্মী ও কাছের মানুষজন নিমন্ত্রণ পেয়েছেন। এছাড়া তার নানুর পরিবারের সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে।


কাছে দূরের সবাই এবং ভক্তরাও রাজ-পরীমণির সন্তানের শুভকামনায় জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।


সম্প্রতি দাম্পত্য কলোহের জেরে অনেকদিন থেকেই আলাদা থাকছেন। এছাড়া বেশ কয়েকদিন হলো পরী তার ছেলের নাম রাজ্যের পরিবর্তন করে পদ্ম রেখেছেন বলে জানা গেছে।


এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনি বলেন, 'পদ্ম নামটি কিন্তু আমি রেখেছি। সবাই বলছেন পদ্ম নামটি সুন্দর। বাসায় আমি ছেলেকে পদ্মফুল নামে ডাকি। এটা সবাই জানেন। তাছাড়া সম্প্রতি নানু ‘পূণ্য’নামটি রেখেছেন। ওটাও সুন্দর নাম। ‘রাজ্য’, ‘পদ্ম’, ‘পূণ্য’ তিনটিই ওর নাম।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার