শনিবার (১২ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত সপ্তাহে দেশবন্ধু পলিমারের শেয়ারদর ২০ দশমিক ৫০ শতাংশ কমেছে। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৫০ কোটি ৬৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৫ দশমিক ১৫ শতাংশ। তৃতীয় স্থানে থাকা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ১৩ দশমিক ৪৩ শতাংশ কমেছে।
দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্সের ১১.০৮ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ১০.৯৮ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ১০.৬০ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ১০.৪৮ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১০.৪৫ শতাংশ, এশিয়া প্যাসেফিক ইন্স্যুরেন্সের ১০.২৪ শতাংশ এবং মেট্রো স্পিনিংয়ের ১০.১৬ শতাংশ শেয়ার দর কমেছে।
অর্থসংবাদ/এমআই