জুলাইয়ে হিলি স্থলবন্দরে বেড়েছে রাজস্ব আয়

জুলাইয়ে হিলি স্থলবন্দরে বেড়েছে রাজস্ব আয়
চলতি অর্থবছরের জুলাইয়ে হিলি স্থলবন্দরে ৩১ কোটি ৭৯ লাখ টাকা রাজস্ব আহরণ হয়েছে। এর আগের অর্থবছরের একই সময়ে বন্দরে ২৪ কোটি ৩৮ লাখ টাকা রাজস্ব আহরণ হয়েছিল। আলোচ্য সময়ে বছরের ব্যবধানে রাজস্ব আয় বেড়েছে ৭ কোটি ৪১ লাখ টাকা।

হিলি স্থল শুল্ক স্টেশনের বায়জিদ হোসেন বলেন, ‘সদ্যসমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে হিলি স্থলবন্দরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৬০৬ কোটি ২৮ লাখ টাকা। যার বিপরীতে আহরণ হয়েছিল ৪২৪ কোটি ৩১ লাখ টাকা। এতে করে লক্ষ্যমাত্রার চেয়ে ১৮১ কোটি ৯৭ লাখ টাকা কম রাজস্ব আহরণ হয়েছিল। তবে চলতি অর্থবছরে হিলি স্থলবন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা এখনো নির্ধারণ করেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তারপরও আমরা অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বন্দর থেকে ৩১ কোটি ৭৯ লাখ টাকা রাজস্ব আহরণ করতে সক্ষম হয়েছি, যা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ৭ কোটি ৪১ লাখ টাকা বাড়তি রাজস্ব আহরণ হয়েছে।

তিনি আরো বলেন, তবে আমরা ধারণা করছি স্থলবন্দরের যে রাজস্ব আহরণের ধারা সেই হিসেবে অন্তত ২৬ ভাগ বাড়িয়ে হয়তোবা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিতে পারে এনবিআর। তবে বন্দর দিয়ে সব ধরনের পণ্যের আমদানি স্বাভাবিক থাকলেও শুল্কযুক্ত পণ্যের আমদানি অব্যাহত থাকলে বিশেষ করে জিরা, পাথরসহ যেসব পণ্যের ওপর বাড়তি শুল্ক আছে সেগুলো পণ্যের আমদানি অব্যাহত থাকলে রাজস্ব আহরণ বাড়তে পারে।

সম্প্রতি জিরা আমদানির ক্ষেত্রে শুল্কায়ন মূল্য দ্বিগুণ হওয়ার ফলে বন্দর দিয়ে জিরা আমদানি কমায় রাজস্ব আহরণে প্রভাব পড়বে বলেও জানিয়েছেন তিনি।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি