জাতীয় শোক দিবসে জবিতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

জাতীয় শোক দিবসে জবিতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

জাতীয় শোক দিবসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।


মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সামনে স্থাপিত ম্যুরালটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এসময় বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপাচার্য।


উপাচার্য বলেন, দেশের কল্যাণে বঙ্গবন্ধু সবসময় জাগ্রত ছিলেন। দেশ ও জাতির জন্য তাঁর ত্যাগ বিশ্ব ইতিহাসে বিরল। বঙ্গবন্ধু আজীবন গণতান্ত্রিক ও উন্নয়নের রাজনীতি করেছেন। তিনি চিরদিন বাঙালির হৃদয়ে সদা জাগ্রত থাকবেন।


এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক একেএম লুৎফর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, প্রভোস্ট , বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, নীল দল, কর্মকর্তা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংবাদিক প্রতিনিধি, ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ একে একে শ্রদ্ধা নিবেদন করেন।


শ্রদ্ধা নিবেদন শেষে ৭৫' এর ১৫ আগস্টে নিহতদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি