জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ই আগস্ট) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সামনে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। পরে বিশ্ববিদ্যালযের কেন্দ্রীয় মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, দেশ স্বাধীন হওয়ার পরবর্তী ৩ বছরে বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্বস্ত দেশকে নতুন করে সাজানো জন্য এগিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই দেশদ্রোহী ও স্বাধীনতা বিরোধী অপশক্তির সহায়তায় তাঁকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছিলো।
এসময় তিনি আরো বলেন, ৭০’র নির্বাচনের মতো আমাদের দেশের জাতীয় নির্বাচন নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, এ বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সজাগ থাকতে হবে।
বঙ্গবন্ধুর হত্যাকান্ডকে ইতিহাসের নৃশংস হত্যাকান্ড উল্লেখ করে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে হলে আমাদের আত্ন জিজ্ঞাসাবোধ থাকতে হবে। মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য বর্তমান সরকারকে আবার ক্ষমতায় আনার জন্য আওয়ামী পরিবার সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল হোসেন, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক, প্রক্টর, শিক্ষার্থী, কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
এর আগে সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের (জবিসাকে) উদ্যোগে বিবিএ ভবনের (নতুন ভবন) নিচতলায় ‘জাতির জনক ও বাংলাদেশ’ শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আশপাশের বিভিন্ন স্কুলের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
‘ক’এবং ‘খ’ দুটি বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় নির্বাচিত শিল্পকর্মে দুই বিভাগে ৬টি পুরস্কার ও সনদ এবং ক্রেস্ট প্রদান করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ১৫ই আগস্ট শহীদ হওয়া সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অর্থসংবাদ/এসএম