গত বছর বিনিয়োগকারীদের ৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ২৯ পয়সা, যা আগের বছর ৭২ পয়সা ছিল। অর্থাৎ বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির আয় কমেছে ৪৩ পয়সা। এছাড়া ইউনিট প্রতি সম্পদের মূল্য (NAV) দাঁড়িয়েছে ১০ টাকা ৩২ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে ১১ টাকা ০১ পয়সা ছিলো। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির ক্যাশ ফ্লো বেড়েছে। গত অর্থবছরের ঋণাত্মক ৩৮ পয়সা অর্থপ্রবাহের বিপরীতে এবার তা ১৯ পয়সায় উঠে এসেছে।
আগামী ৫ সেপ্টেম্বর কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ প্রতিষ্ঠানটির শেয়ার দর উন্মুক্ত থাকবে।
অর্থসংবাদ/এমআই