সূত্র মতে, আগামীকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় বিএসইসির মাল্টিপারপাস হলে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএসইসির কমিশনার ড. মিজানুর রহমান। জরুরি এ বৈঠকে ৪২টি মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপকরা অংশ নেবেন। এছাড়াও বেলা ১১টায় বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথেও বিএসইসি বৈঠক করবে।
জানা গেছে, চলতি মাসের (আগস্ট) শুরু থেকে দেশের শেয়ারবাজারে সূচক বেশিরভাগ সময়ই কমেছে। ২ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত শেয়ারবাজারে কার্যদিবস ছিল ৯ দিন। এর মধ্যে ৬ দিনই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে। এ ৬ দিনের পতনে ‘ডিএসই এক্স’ সূচক ৮৫ পয়েন্ট হারিয়েছে।
শুধু সূচকের পতনই নয়, চলতি মাসের শুরু থেকে ডিএসইতে লেনদেনও কমেছে। আগস্টের প্রথম দুইদিন যথাক্রমে এক্সচেঞ্জটিতে ৫৪৬ কোটি ৪৫ লাখ ও ৬৩৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এরপর ডিএসইর লেনদেন ৫০০ কোটির নিচে নেমে এসেছে। ৩ আগস্ট থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ৫০০ কোটির ঘর স্পর্শ করতে পারেনি।
সূত্র জানায়, মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপকদের কাছে শেয়ারবাজারে বিনিয়োগের জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ রয়েছে। তবে তাঁরা সম্প্রতি শেয়ারবাজারে বিনিয়োগে নিষ্ক্রিয় রয়েছেন। ফলে পুঁজিবাজারে স্বস্তি ফেরাতে বিএসইসি মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপকদের সঙ্গে জরুরি বৈঠক করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা।