পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ডিএসইতে গত ১ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৩২ টাকা ৪০ পয়সা। ৮ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ৪২ টাকা ৭০ পয়সা উন্নীত হয়। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ। এর প্রেক্ষিতে ডিএসই গত ৯ আগস্ট কোম্পানিটিকে নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি আজ ১৬ আগস্ট ডিএসইকে জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
তবে গত কয়েকদিন ধরে কোম্পানিটির শেয়ারদর ধারাবাহিক ভাবে কমছে। ৯ আগস্ট বাজার শেষে কোম্পানিটির শেয়ারদর দাড়ায় ৪২ টাকায়। আর আজ বুধবার (১৬ আগস্ট) দর কমে দাড়িয়েছে ৩৫ টাকা ১০ পয়সায়।
অর্থসংবাদ/এসএম