সূত্র মতে, লেনদেনের শীর্ষ দশে থাকা কোম্পানিগুলোর ১১০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। যা ডিএসইতে বৃহস্পতিবার (১৭ আগস্ট) মোট লেনদেনের ৩৬ দশমিক ৭৬ শতাংশ।
আজ লেনদেনের তালিকায় শীর্ষস্থান দখল করেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। একদিনে কোম্পানিটির ২৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার।
এছাড়াও সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৮ কোটি ৬৮ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ৭ কোটি ২৭ লাখ, দেশবন্ধু পলিমারের ৬ কোটি ৮৩ লাখ, লিগ্যাসি ফুটওয়্যারের ৬ কোটি ২১ লাখ, জেমিনি সি ফুডের ৫ কোটি ৫২ লাখ, সোনালী পেপারের ৫ কোটি ২৪ লাখ এবং এমারেল্ড অয়েলের ৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে।