বিদায়ী সপ্তাহে (১৩ আগস্ট-১৭ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব মূল্যসূচকের পতন হয়েছে। একই সঙ্গে কমেছে বাজার মূলধন ও লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে পাঁচ কর্মদিবস লেনদেন হয়েছে। এতে ১ হাজার ৪৯০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৭১ কোটি ৪১ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে ৫৮১ কোটি ৮ লাখ টাকার বা ২৮ দশমিক ০৫ শতাংশ।
লেনদেনের সঙ্গে প্রধান শেয়ারবাজারের বাজার মূলধনও কমেছে ২ হাজার ১৬৩ কোটি ৫২ লাখ ৭৮ হাজার ৮৬৮ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৩ হাজার ৩৩৫ কোটি ৯৪ লাখ ৩৫ হাজার ৬১২ টাকায়।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪২ দশমিক ৪২ পয়েন্ট হারিয়েছে। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৫৪ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে ‘ডিএসই-৩০’ সূচক এক সপ্তাহে ২১ দশমিক ২৭ পয়েন্ট বা ০ দশমিক ৯৯ শতাংশ কমেছে। আর ‘ডিএসইএস’ বা শরীয়াহ সূচক কমেছে ৯ দশমিক ৯৫ পয়েন্ট বা ০ দশমিক ৭৩ শতাংশ।
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৪০৩ প্রতিষ্ঠান শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২২৯টির শেয়ারের দরই অপরিবর্তিত ছিল। অপরদিকে দর বৃদ্ধি পেয়েছে মাত্র ২৭টির, বিপরীতে কমেছে ১৩৫ কোম্পানির শেয়ারদর।
অর্থসংবাদ/এসএম