হাসপাতালে ভর্তি রাজ ও পরীমণি

হাসপাতালে ভর্তি রাজ ও পরীমণি
পরীমণি ও শরিফুল রাজ এ সময়ের আলোচিত দম্পতি। ব্যক্তিজীবন নিয়ে সবসময় নানা ধোঁয়াশায় রাখেন ভক্তদের। তাদের জীবনে ঘটন ও অঘটনের টানাপড়েন লেগেই থাকে। তাদের ছেলের জন্মদিন পালনের একদিনের মাথায় নতুন করে আবার আলোচনায় রাজ-পরীমণি।

হঠাৎ মাথা ফেটে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়ক শরিফুল রাজ। অপরদিকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পরিমণি। তবে কেন এবং কীভাবে রাজের মাথা ফাটলো তা এখনো পরিষ্কার নয়।

তারকা এ দম্পতিকে নিয়ে সকালে এক ধরনের খবর চাউর হয়েছে। তবে রাজ ও পরীমনি কেউ বিষয়টা খোলাসা করছেন না।

সেখানে দেখা গেছে, ক্যানোলা করা দুটি হাত। ক্যাপশনে অভিনেত্রী লিখছেন, আমরা পরীতমা। এ থেকে স্পষ্ট পরীমণি ও অভিনেত্রী তমা মির্জা দুজনেই একই হাসপাতালে। জানা যায়, সব মান-অভিমান ভুলে দীর্ঘ প্রায় তিন মাস পর আবারও এক হয়েছিলেন তারা। জানিয়েছিলেন, ভালো আছেন, ঠিকঠাক আছেন। ছেলেকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন। কিন্তু, হঠাৎ এমন ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার