বিদ্যানন্দ ফাউন্ডেশনের বৃত্তি পাবেন চবির ১০০ শিক্ষার্থী

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বৃত্তি পাবেন চবির ১০০ শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১০০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেবে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এ জন্য আবেদন আহ্বান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আগ্রহী প্রার্থীদের ২৪ আগস্টের মধ্যে আবেদন করতে হবে। বিদ্যানন্দের এককালীন এই শিক্ষাবৃত্তি মেধাবী ও তুলনামূলক দরিদ্র শিক্ষার্থীরা পাবেন। বৃত্তি প্রদানের ক্ষেত্রে ৫০ শতাংশ মেয়ে শিক্ষার্থী বাছাই করা হবে।

বিদ্যানন্দের বৃত্তির শর্তগুলো হলো—



  • সর্বমোট ১০০ (এক শ) জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।

  • বৃত্তি পাওয়ার ক্ষেত্রে মেধা ও আর্থিক অবস্থা প্রাধান্য পাবে। অর্থাৎ তুলনামূলক দরিদ্র ও গ্রামের মেধাবী শিক্ষার্থীদের বাছাই করতে হবে, যাঁদের মধ্যে অন্তত ৫০% শিক্ষার্থী মেয়ে হবে।

  • প্রতিটি বিভাগ/ ইনস্টিটিউট থেকে অন্তত দুজনকে নির্বাচিত করা যাবে, যাতে একজন ছেলে ও একজন মেয়েশিক্ষার্থী থাকবে। তবে কোনো বিভাগ/ ইনস্টিটিউট থেকে দুজনের অধিক শিক্ষার্থী নির্বাচন করা যাবে না। যাঁরা নির্বাচিত হবেন, তাঁরা যেন অবশ্যই আর্থিকভাবে অসচ্ছল হন।

  • নির্দিষ্ট আবেদন ফরম প্রযোজ্য হবে, যা বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে সরবরাহকৃত। (আবেদন ফরম ফটোকপি করা যাবে)।

  • শিক্ষার্থীরা পূরণকৃত আবেদনপত্র সংশ্লিষ্ট বিভাগ/ ইনস্টিটিউটে জমা দেবেন।

  • ওপরে বর্ণিত শর্তাবলি অনুসরণ করে বিভাগীয় সভাপতি/ ইনস্টিটিউটের পরিচালক ছাত্র/ছাত্রী নির্বাচন করে নির্বাচিত ছাত্র/ছাত্রীর নামের তালিকা ও আবেদনপত্র একাডেমিক শাখায় প্রেরণ করবেন।


শিক্ষার্থীদের জমা দেওয়া আবেদন ফরম বিভাগীয় সভাপতি বা ইনস্টিটিউটের পরিচালক বাছাই করে নির্বাচিত প্রার্থীর তালিকা একাডেমিক শাখায় পাঠাবেন। আবেদনের লিংক এখানে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি