শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৫ ছাত্রী স্থায়ী বহিষ্কার

শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৫ ছাত্রী স্থায়ী বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে নবীন শিক্ষার্থী ফুলপরীকে নির্যাতনের ঘটনায় জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


সোমবার (২১ আগস্ট) বিকেলে জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেন।


এর আগে গত ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরাসহ ৫ জনকে ১ বছরের জন্য বহিষ্কার করে প্রশাসন। পরে গত ২৬ জুলাই ১ বছরের বহিষ্কার যথোপযুক্ত নয় উল্লেখ করে উপাচার্য বরাবর চিঠি দেন হাইকোর্ট।


এর প্রেক্ষিতে আজ বিকেলে জরুরী সিন্ডিকেট সভার সিদ্ধান্তে ইবির শিক্ষার্থী সানজিদা চৌধুরী অন্তরা, হালিমা আক্তার উর্মি, ইসরাত জাহান মিম, তাবাসসুম ইসলাম ও মুয়াবিয়া জাহানকে স্থায়ী বহিষ্কার করা হয়।


প্রসঙ্গত, গত ১১ ও ১২ ফেব্রুয়ারী শেখ হাসিনা হলে মধ্যরাতে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ফুলপরী নামের এক শিক্ষার্থীকে ডেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহসভাপতি সানজিদার নেতৃত্বে তার সহযোগীরা রাতভর পৈশাচিক নির্যাতন চালায় ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। এ ঘটনায় ফুলপরী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি