শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৫ ছাত্রী স্থায়ী বহিষ্কার

শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৫ ছাত্রী স্থায়ী বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে নবীন শিক্ষার্থী ফুলপরীকে নির্যাতনের ঘটনায় জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


সোমবার (২১ আগস্ট) বিকেলে জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেন।


এর আগে গত ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরাসহ ৫ জনকে ১ বছরের জন্য বহিষ্কার করে প্রশাসন। পরে গত ২৬ জুলাই ১ বছরের বহিষ্কার যথোপযুক্ত নয় উল্লেখ করে উপাচার্য বরাবর চিঠি দেন হাইকোর্ট।


এর প্রেক্ষিতে আজ বিকেলে জরুরী সিন্ডিকেট সভার সিদ্ধান্তে ইবির শিক্ষার্থী সানজিদা চৌধুরী অন্তরা, হালিমা আক্তার উর্মি, ইসরাত জাহান মিম, তাবাসসুম ইসলাম ও মুয়াবিয়া জাহানকে স্থায়ী বহিষ্কার করা হয়।


প্রসঙ্গত, গত ১১ ও ১২ ফেব্রুয়ারী শেখ হাসিনা হলে মধ্যরাতে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ফুলপরী নামের এক শিক্ষার্থীকে ডেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহসভাপতি সানজিদার নেতৃত্বে তার সহযোগীরা রাতভর পৈশাচিক নির্যাতন চালায় ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। এ ঘটনায় ফুলপরী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি