গত ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আলোচিত বছরের জন্য ফান্ডটি ইউনিটহোল্ডারদের ২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
সোমবার (২১ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ০১পয়সা।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১১ টাকা ২৫ পয়সা।
ফান্ডটির লভ্যাংশ প্রাপ্তির জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ সেপ্টেম্বর।
অর্থসংবাদ/এসএম