পুঁজিবাজারে সতর্কতা বাড়াবে দুই স্টক এক্সচেঞ্জ

পুঁজিবাজারে সতর্কতা বাড়াবে দুই স্টক এক্সচেঞ্জ

এক শ্রেণির অসৎ ব্যক্তিবর্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ বা ফেসবুক পেজ দ্বারা পুঁজিবাজার নিয়ে বিভিন্ন গুজব ছড়াচ্ছে। বিভিন্ন ইস্যুতে এসব গ্রুপ বা পেজ ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই আসন্ন নির্বাচনকে সামনে রেখে কোনো ব্যক্তি বা চক্র যেন পুঁজিবাজারকে অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে আরও সতর্কতা অবলম্বন করার প্রত্যয় ব্যক্ত করেছে দেশের দুই শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ।


সোমবার (২১ আগস্ট) ডিএসই চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর সঙ্গে সিএসই চেয়ারম্যান আসিফ ইব্রাহিমের সৌজন্য সাক্ষাতে এ প্রত্যয় ব্যক্ত করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন সিএসইর সাবেক পরিচালক মেজর (অব) ইমদাদুল ইসলাম৷ ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সৌজন্য সাক্ষাতে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, পুঁজিবাজার বর্তমানে এক সংকটময় সময় পার করছে। এই সংকট থেকে উত্তোরনের জন্য উভয় স্টক এক্সচেঞ্জকে একসঙ্গে কাজ করতে হবে। নির্বাচনকে সামনে রেখে কেউ যেন পুঁজিবাজারকে অস্থিতিশীল করতে না পারে সেদিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। এছাড়াও এক শ্রেণির অসৎ ব্যক্তিবর্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ বা ফেসবুক পেজ দ্বারা পুঁজিবাজার নিয়ে বিভিন্ন গুজব ছড়াচ্ছে। বিভিন্ন ইস্যুতে এসব গ্রুপ বা পেজ ভিত্তিহীন তথ্য ছড়িয়ে পুঁজিবাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।


তিনি আরও বলেন, বর্তমানে বিনিয়োগকারীদের মাঝে যে আস্থার সংকট চলছে, সে অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হবে। এজন্য একটি কর্মপরিকল্পনা নিয়ে আমাদের একসাথে কাজ করতে হবে। বিনিয়োগকারী তথা পুঁজিবাজার সংশিষ্ট সব পক্ষকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি পুঁজিবাজারকে গতিময় করে তুলতে হবে। পুঁজিবাজারকে প্রাণবন্ত করার জন্য ভালো কোম্পানি আনার পাশাপাশি ভালো বিনিয়োগকারী নিয়ে আসতে হবে। আমি আশা করি ডিএসই ও সিএসইসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্ঠায় দেশের পুঁজিবাজার পণ্য বৈচিত্রে বৈচিত্র্যময় হয়ে সবার আস্থা অর্জনে সক্ষম হয়ে দেশের অর্থনৈতিক অবস্থা মজবুত করবে।


সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, সামনে নির্বাচন। এ সময়টা পুঁজিবাজারের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কোনো মহল যেন পুঁজিবাজারের ওপর কোনোরকম প্রভাব বিস্তার করতে না পারে সে বিষয়ে আমরা এক সাথে কাজ করব। বর্তমান সংকটময় সময় থেকে উত্তোরণের জন্য উভয় স্টক একচেঞ্জ পুঁজিবাজারে আরও বেশি পরিমাণে ভালো সিকিউরিটিজ লিস্টেড করা এবং আরও নতুন প্রডাক্ট চালু করার ব্যাপারে কাজ করবে। এছাড়াও তথ্য, প্রযুক্তির ওপর আমাদের যথেষ্ট জোর দিতে হবে, যাতে আমরা পুঁজিবাজারকে আরও অনেক বিকশিত করতে পারি। আমরা এ বিষয়ে একমত হয়েছি উভয় স্টক এক্সচেঞ্জই একসঙ্গে আলোচনার মাধ্যমে বিভিন্ন সুপারিশ নিয়ে রেগুলেটরের কাছে যাব যাতে বাংলাদেশের পুঁজিবাজারে ভালো একটা পরিবর্তন আনতে পারি।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত